ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় সংক্রমণ রোগীর পাশে থাকবেন মেয়র নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনায় সংক্রমণ রোগীর পাশে থাকবেন মেয়র নাছির আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম: করোনায় কেউ আক্রান্ত হলে ওই রোগীর চিকিৎসার ব্যয়ভার বহন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সোমবার (২৩ মার্চ) মেয়র নাছির বাংলানিউজকে বলেন, নগরীর বিভিন্ন এলাকায় আমি নিজে মাইকিং করে জনগণকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি। এ মুহূর্তে আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে  অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্যতম প্রধান কাজ বলে মনে করি।

এ ধরনের কোনো ব্যাধিতে আমার নগরীর একজন লোকও আক্রান্ত হোক এটা কখনও কাম্য নয়, তারপরও কেউ করোনায় সংক্রমণ হলে তার পাশে আমি অবশ্যই দাঁড়াবো। ওই রোগীর  সব ধরনের চিকিৎসা ভার আমি নেবো বলে যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এএটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad