ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: ২২টিরও বেশি ট্রেন বন্ধ রাখার প্রস্তাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
করোনা: ২২টিরও বেশি ট্রেন বন্ধ রাখার প্রস্তাব

চট্টগ্রাম: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আন্তঃনগর ও মেইল ট্রেন মিলিয়ে ২২টিরও বেশি ট্রেন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।

সোমবার (২৩ মার্চ) নগরের সিআরবিতে রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ প্রস্তাবনা দেওয়া হয়।

প্রস্তাবনাটি রেল দফতরে পাঠানো হয়েছে।

রেলমন্ত্রণালয় অনুমোদন দিলে ২৫ মার্চ থেকে এ ২২টির বেশি ট্রেন বন্ধ রাখবে রেলওয়ে পূর্বাঞ্চল।

বন্ধ রাখার প্রস্তাব দেওয়া ট্রেনগুলো হলো- ৭২১/৭২২ মহানগর এক্সপ্রেস, ৩৭/৩৮ ময়মনসিংহ এক্সপ্রেস, ৭২৩/৭২০ পাহাড়িকা এক্সপ্রেস, ২৯/৩০ সাগরিকা এক্সপ্রেস, ৪৫/৪৬ সকল কমিউটার (ডেমু)।

এছাড়া ১১/১২ নোয়াখালী এক্সপ্রেস, ৩৩/৩৬ তিতাস কমিউটার, ৫১/৫২ জামালপুর কমিউটার, ৪৯/৫০, ৫৫/৫৬ ভাওয়াল এক্সপ্রেস, ৭৫/৭৬, ৭৪৯/৭৪৪ এগার সিন্ধু গোধূলী, ৭৩৭/৭৩৮ একার সিন্ধু প্রভাতী, ৭১৮/৭৩৯ উপবন এক্সপ্রেস,  ৭১৭/৭৪০ জয়ন্তিকা এক্সপ্রেস, ৯/১০ সুরমা মেইল, ৭৪৩/৭৪৪ ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস, ৭৭৭/৭৭৮ হাওর এক্সপ্রেস ও ৭৯৯/৮০০ জামালপুর এক্সপ্রেস ট্রেন।

জানতে চাইলে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, রেলভবনে প্রস্তাবনাটি পাঠানো হয়েছে। তারা যদি অনুমোদন দেয় তাহলে ২৫ মার্চ থেকে এ ২২টি ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।