ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হোম কোয়ারেন্টিন না মানায় চবিতে ৬ জনকে লকডাউন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
হোম কোয়ারেন্টিন না মানায় চবিতে ৬ জনকে লকডাউন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হোম কোয়ারেন্টিন না মানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে একটি পরিবারের ৬ জনকে তালাবদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শোভা কলোনীতে তাদের তালাবদ্ধ করা হয়।

জানা যায়, দুদিন আগে বিদেশ ফেরত ওই লোক হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তিনি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

পরে প্রক্টরিয়াল বডি সৌদি পেরত ঐ ব্যক্তিসহ পরিবারের ৫ জনকে তালাবদ্ধ করে রাখেন।

প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিদেশ থেকে আসা ঐ ব্যক্তির নিয়মানুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিন থাকার কথা থাকলেও তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছেন।

সবার নিরাপত্তার জন্য পরিবারের ৬ জনকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।