ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আ’লীগ প্রার্থী-বিদ্রোহী সমর্থকদের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আ’লীগ প্রার্থী-বিদ্রোহী সমর্থকদের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম: নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে মো. তানভীর (৩৫) নামে একজন নিহত হয়েছেন। 

বুধবার (১৮ মার্চ) রাতে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

ঘটনাস্থল ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল ও বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীর বাড়ির মাঝামাঝি।

 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বাংলানিউজকে বলেন, দক্ষিণ কাট্টলী এলাকায় দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ছুরিকাঘাতে তানভীর নামে একজন নিহত হয়েছেন।

 

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে মারামারির সময় ঘটনাস্থলে দুই কাউন্সিলর প্রার্থীর কেউ ছিলেন না বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসকে/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।