ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চসিক নির্বাচন স্থগিত চান বিএনপির মেয়র প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
করোনা: চসিক নির্বাচন স্থগিত চান বিএনপির মেয়র প্রার্থী বিএনপির লগো।

চট্টগ্রাম: করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলে শিঘ্রই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানানো হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৮ মার্চ) রাতে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ডা. শাহাদাত হোসেন

ডা. শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি মহামারি আকার ধারণ করেছে।

বুধবার বাংলাদেশে একজন মারা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে ভীতি কাজ করছে।

তিনি বলেন, এমনিতেই ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। করোনার কারণে তা আরও কমে আসতে পারে। আর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কথা রয়েছে। ইভিএমে আক্রান্ত কোনো ব্যক্তি ভোট দিলে তার পরবর্তী ব্যক্তি আক্রান্ত হতে পারেন। বিষয়টি নিয়ে সবার ভাবা উচিত।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা প্রচারণায় সতর্কতা অবলম্বন করছি। প্রচারণা সীমিত করছি। পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমরা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।