ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোচিং সেন্টারের ৩ শিক্ষক আটক, লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
কোচিং সেন্টারের ৩ শিক্ষক আটক, লাখ টাকা জরিমানা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম: লোহাগাড়ার আমিরাবাদ স্কুল রোডের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৩ শিক্ষককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আটক তিন শিক্ষক হলেন, জয়সেন বড়ুয়া, ইব্রাহিম খলিল ও আরিফুর রহমান।

বুধবার (১৮ মার্চ) আমিরাবাদ এলাকার ওই কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার।

তিনি বলেন, ওই তিন শিক্ষক সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ কারণে দণ্ডবিধি ২৬৯ ধারায় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামের কোথাও সরকারি নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার চালু রাখা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।