ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুলিয়াখালী সৈকতেও জনসমাগম নিষিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
গুলিয়াখালী সৈকতেও জনসমাগম নিষিদ্ধ গুলিয়াখালী সৈকত

চট্টগ্রাম: করোনাভাইরাস প্রতিরোধে সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকত, বাঁশবাড়িয়া সৈকত ও কুমিরা জেটিতে বিনোদনের জন্য লোকসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে কক্সবাজার সৈকত, খাগড়াছড়ি, পতেঙ্গা সৈকতসহ বেশ কিছু পর্যটন কেন্দ্রে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় সীতাকুণ্ডের গুলিয়াখালী, বাঁশবাড়িয়া সৈকত ও কুমিরা জেটিতে বিনোদনের জন্য লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে সন্দ্বীপের যাত্রীরা যথারীতি কুমিরা জেটি ঘাট ব্যবহার করতে পারবেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীতাকুণ্ডে আরও দুইটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রয়েছে। সেগুলো হচ্ছে তীর্থস্থান চন্দ্রনাথ ধাম এবং ইকোপার্ক। এগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।   

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।