ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুজিববর্ষে চসিকের কর্মসূচি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুজিববর্ষে চসিকের কর্মসূচি শুরু বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আন্দরকিল্লার বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ফুল দেওয়ার মধ্য দিয়ে চসিকের মুজিববর্ষের কর্মসূচি শুরু হয়। মুজিববর্ষ উপলক্ষে চসিকের প্রধান প্রধান স্থাপনা, সড়ক, সড়কদ্বীপ আলোকসজ্জা করা হয়েছে।

চসিকের উদ্যোগে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ভাস্কর্য।

এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর এইচএম সোহেল আহমদ, আবদুল কাদের, মোহাম্মদ তারেক সোলায়মান, মোরশেদ আলম চৌধুরী, এএফ কবির আহমদ মানিক, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহমদ, সচিব মো. আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, আইন কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ।

মেয়রের পর নগর ভবনের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) ও সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব ফোরাম। সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী, রুপন দাশ, মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রতন দত্ত এবং ওয়ার্ড সচিব ফোরামের পক্ষে সাধারণ সম্পাদক তারেক সুলতান, আবদুল হালিম, শওকত হোসেন ও পারভেজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মেয়র বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে চসিক আয়োজিত খতমে কোরআন ও মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় উপস্থিত এতিমখানার শিশু-কিশোর এবং চসিক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।