ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সৌহার্দ বজায় রেখে প্রচারণা চালানোর অনুরোধ সিইসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, মার্চ ১৪, ২০২০
সৌহার্দ বজায় রেখে প্রচারণা চালানোর অনুরোধ সিইসির মেয়র প্রার্থীদের সঙ্গে সিইসি কেএম নূরুল হুদা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে এবং একে অপরকে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালানোর অনুরোধ জানিয়েছেন কে এম নূরুল হদা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।  

পড়ুন>>পোলিং এজেন্টদের সুরক্ষা দেওয়ার নির্দেশ সিইসির

কে এম নূরুল হুদা বলেন, সাতজনের মধ্য থেকে একজন মেয়র হবেন এবং পরবর্তীতে সার্বিক শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

সুতরাং এ মনোভাব বজায় রেখেই একে অপরকে সহযোগিতা করবেন। কমিশন থেকে আইনগত সহযোগিতা যতটুকু দরকার আমরা তা করবো।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকেন তখন তারাই আচরণ বিধি তৈরি করেন। আমাদের কিছু করণীয় নেই, আমরা শুধু বাস্তবায়ন করে থাকি।

জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন যুগ্মসচিব ফরহাদ আহমেদ খান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার আব্দুল ওয়ারশি, চসিক নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন খান।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।