ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
২১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে পোর্ট মার্কেট এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে

চট্টগ্রাম: নগরের বন্দর থানার পোর্ট মার্কেট এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে তোলা ২১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম।

তিনি বাংলানিউজকে বলেন, রেলের জায়গায় গড়ে ওঠা সেমিপাকা, টিনের ছাউনির ২১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ সময় দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করা হয়।

অভিযানে রেলের প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, পুলিশ ও আরএনবির ৮৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।