ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের চূড়ান্ত নির্দেশনা ছিলো ৭ মার্চের ভাষণে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
মুক্তিযুদ্ধের চূড়ান্ত নির্দেশনা ছিলো ৭ মার্চের ভাষণে ৭ মার্চ উপলক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আলোচনা সভা।

চট্টগ্রাম: নানা আয়োজনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আয়োজন শুরু হয়।

পরে বোর্ড মিলনায়তনে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী।

সভায় বক্তব্য দেন, সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল বাসার, সহকারী কলেজ পরিদর্শক আবদুল আজিজ প্রমুখ।

বোর্ডের উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চূড়ান্ত নির্দেশনা ছিলো ৭ মার্চের ভাষণে। আমাদের সংকট সংগ্রামে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজও প্রেরণার উৎস।

তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে এ মহাকাব্য আমাদের জন্য চেতনার অগ্নি মশাল হয়ে কাজ করবে।

সভা শেষে বঙ্গবন্ধুর ভাষণ ও ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।