ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজে এলো ইন্দোনেশিয়ার আরও ২২টি অত্যাধুনিক কোচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জাহাজে এলো ইন্দোনেশিয়ার আরও ২২টি অত্যাধুনিক কোচ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ইন্দোনেশিয়া থেকে ৬ষ্ঠ ধাপে এলো আরও ২২টি মিটারগেজ কোচ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) কোচগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি ৫ম ধাপে ২২টি কোচ এসেছিলো। সবমিলিয়ে ২০০টি কোচের মধ্যে ১৩২টি কোচ দেশে পৌঁছেছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান মেকানিক্যাল প্রকৌশলী ফকির মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, কোচগুলো পাহাড়তলী ওয়ার্কশপে পরীক্ষা-নিরীক্ষা করে ফিট করা হচ্ছে। সম্পূর্ণ চলাচল উপযোগী করে বিভিন্ন ট্রেনে কোচগুলো যুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।