ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রভাতীর ধাক্কায় দুমড়েমুচড়ে ভটভটি, বিলম্বে ৩০ মিনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
প্রভাতীর ধাক্কায় দুমড়েমুচড়ে ভটভটি, বিলম্বে ৩০ মিনিট দুমড়েমুচড়ে যাওয়া ভটভটি

চট্টগ্রাম: মিরসরাইয়ে চট্টগ্রাগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো ভটভটি। তবে এতে কেউ হতাহত হননি। পরে লাইন সংস্কার করে ৩০ মিনিট পর চট্টগ্রাম স্টেশনে পৌঁছে ট্রেনটি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে মিরসরাইয়ের ধুমঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি মিরসরাইয়ে ধুমঘাট ব্রিজ এলাকার আজমনগর সড়ক ক্রস করছিলো।

এসময় বাঁশ বোঝাই একটি ভটভটি রেললাইনে উঠে গেলে মহানগর প্রভাতীর ধাক্কায় ওই ভটভটি দুমড়েমুচড়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, রেললাইনে ভটভটি উঠে গেলে মহানগর প্রভাতীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের কোনো ক্ষতি হয়নি। পরে লাইন সংস্কার করে ৩০ মিনিট পর চট্টগ্রাম স্টেশনে পৌঁছে ট্রেনটি।

ওই ট্রেনের যাত্রী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার ইফতেখারুল ইসলাম বাংলানিউজকে বলেন, মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামে দুপুর ২টায় পৌঁছার কথা থাকলেও পৌঁছে বিকেল সাড়ে চারটায়।  প্রায় আড়াইঘণ্টা দেড়িতে পৌঁছে ট্রেনটি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।