ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ বছর পর চালু হলো ঝাউতলা রেলস্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
১০ বছর পর চালু হলো ঝাউতলা রেলস্টেশন ১০ বছর পর চালু হলো ঝাউতলা রেলস্টেশন।

চট্টগ্রাম: লোকবল সংকটের কারণে প্রায় ১০ বছর ধরে বন্ধ থাকা চট্টগ্রামের ঝাউতলা রেলওয়ে স্টেশন ফের চালু করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অপারেশনাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্টেশনটি চালু করা হয়।

সদ্য যোগ দেওয়া এসএম-৩ (ইনচার্জ) ওয়াহিদা রহমানকে স্টেশনটিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি শনিবার ডাউন-১৩৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল চালানোর মাধ্যমে স্টেশনের কার্যক্রম চালু করেন।

এর আগে ২০১০ সালে লোকবল সংকটের কারণে স্টেশনটি বন্ধ হয়ে যায়।

মধ্যেখানে স্টেশনটি চালানোর পরিকল্পনা নিলেও লোকবল না পাওয়ায় চালু করা যায়নি।

পরে রেলওয়ের পূর্বাঞ্চলের পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক যোগদান করলে স্টেশনটি চালুর উদ্যোগ নেন।

ডিটিও ওমর ফারুক বাংলানিউজকে বলেন, ঝাউতলা স্টেশনটি পুনরায় চালু হওয়ায় ওই রুটে যাত্রীরা ভোগান্তি থেকে রক্ষা পাবেন।

লোকবল সংকট থাকলেও বিশেষ ব্যবস্থায় বন্ধ থাকা সব স্টেশন পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।