ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি রেল রুটের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
চবি রেল রুটের কাজ দ্রুত শেষ করার নির্দেশ চবির রেল রুট পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আহমেদ মোর্শেদ।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে রেল লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আহমেদ মোর্শেদ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মোটর ট্রলিযোগে চবির রুট পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

চবি শিক্ষার্থীদের পরিবহনের জন্য বর্তমানে দুটি শাটল ও একটি ডেমু ট্রেন রয়েছে।

২০১৯ সালে চবিতে এসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরও একটি নতুন ট্রেন যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া চবির রেল রুট পরিদর্শন করে দ্রুত সংস্কার করার জন্যও নির্দেশনা দেন মন্ত্রী।

এরই ধারাবাহিকতায় রেল রুটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পরিদর্শনে আসেন অতিরিক্ত সচিব আহমেদ মোর্শেদ। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন এসি ট্র্যাক (পূর্ব) তানভিরুল ইসলাম, ডিএন/১ চট্টগ্রাম মো. হামিদুর রহমান, এসএসএই/ওয়ে ষোলশহর মো. আওলাদ হোসেন, এসএসএই/কার্য ষোলশহর মো. ফারুক হোসেন, আরএনবি এএসআই মো. শওকত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।