ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশে বইমেলা: ভিড় বেশি, বিক্রি কম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
একুশে বইমেলা: ভিড় বেশি, বিক্রি কম একুশে বইমেলা: ভিড় বেশি, বিক্রি কম।

চট্টগ্রাম: চট্টগ্রামের অমর একুশে বইমেলার শেষদিকে ভিড় বাড়লেও বিক্রি কমেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে চলা একুশে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে, বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ বছর চট্টগ্রামের একুশে বইমেলায় ঢাকার ১১৮টি ও চট্টগ্রামের ৪০টি প্রকাশনীর ২০৫টি স্টল রয়েছে। মেলার বড় স্টলগুলোতে ভিড় থাকলেও অনেকগুলো স্টলে তুলনামূলক ফাঁকা দেখা যায়।

শেষদিকে ছাড় বেশি দিয়েও ক্রেতা পাচ্ছে না অনেক প্রকাশনী। বিক্রেতারা বলছেন, স্টল বেড়ে যাওয়ায় বিক্রির পরিমান কমেছে।
 

বিক্রি কম হওয়ার কারণ হিসেবে বাবুই প্রকাশনীর লেখক মলি ইসলাম বাংলানিউজকে বলেন, এ বছর স্টলগুলোতে নিজস্ব প্রকাশনীর বাইরে বই রাখতে দেওয়া হয়নি। ফলে অনেক পাঠক পছন্দের লেখকের বই খুঁজলেও আমরা তাদেরকে বই দিতে পারছি না।

তিনি বলেন, বইমেলার শেষদিকে ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি। অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। আবার অনেকেই বই হাতে সেল্ফি কিংবা ছবি তুলছে ঠিক, কিন্তু বই কিনছে না।

‘তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ কমে যাওয়া এবং অনলাইনে বই পাওয়ায় অনেকে বই কেনার প্রয়োজন মনে করেন না। ’ বলেন এ প্রকাশক।

সাহিত্য বিচিত্রা প্রকাশনীর মো. সোহেল রানা বাংলানিউজকে বলেন, আমাদের শিশুতোষ বই বেশি বিক্রি হয়েছে। মেলা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা সন্তোষজনক। স্টলের পরিমাণ আগের চেয়ে বাড়লেও ব্যবস্থাপনা সুন্দর হওয়ায় মেলাজুড়ে ছিলো শৃংখলা।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম বলেন, মেলার শেষ দিকে কয়েকজন লেখকের বই কিনতে এসেছি। এর মধ্যে তরুণ লেখক আরিফ আজাদের ‘বেলা ফুরাবার আগে’ ও ‘প্রত্যাবর্তন’ বই দুটি কিনেছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমতুল্লাহ রাফি নিজের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অরণ্যে অন্বেষণ’র পাঠকদের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, আওয়ার ক্যানভাস প্রকাশনী থেকে বের করা প্রথম বইয়ের ছয়শ কপি প্রায় শেষের দিকে। আগামীতে আরও ভালো কিছু উপহার দিতে চাই।       

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলার শেষদিন ২৯ ফেব্রুয়ারি নতুন কিছু বই আসার কথা রয়েছে। আগামীকাল শেষ হতে যাচ্ছে ২০ দিনব্যাপী চট্টগ্রামের অমর একুশে বইমেলা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।