ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক নির্মূলের নির্দেশ মোছলেম উদ্দিনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
মাদক নির্মূলের নির্দেশ মোছলেম উদ্দিনের বক্তব্য দেন মোছলেম উদ্দিন আহমদ।

চট্টগ্রাম: বোয়ালখালীতে মাদক নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নিদের্শনা দেন।

মোছলেম উদ্দিন আহমদ বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর স্থান বোয়ালখালীতে হবে না।

১৫ দিনের মধ্যে বোয়ালখালীকে মাদকমুক্ত করা হবে।

এ সময় তিনি উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।