ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে: তথ্যমন্ত্রী বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন মানুষের মাঝে স্বপ্ন পূরণের তাগাদা থাকে না। তবে শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না। সেই স্বপ্ন পূরণে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে ‘নুরুন্নাহার স্মৃতি বৃত্তি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, শিশুরা সব কিছু স্কুলে শেখে না।

পরিবার থেকেও অনেক কিছু তারা শেখে। মূল্যবোধ, দেশাত্মবোধ মানুষের প্রতি মমত্ববোধ এবং গুরুজনের প্রতি কর্তব্যবোধ- এসব কিছু শিশুকে পরিবার থেকেই শিক্ষা দিতে হবে।

তিনি বলেন, খুদে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিতে হবে, বড় হয়ে তারা যেন বাবা-মাকে অবহেলা না করে। তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেয়। তবেই শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে।

সুখবিলাস ফিশারিজ অ্যান্ড প্ল্যানটেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কবির তালুকদার।

প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও তথ্যমন্ত্রীর মা অ্যাডভোকেট কামরুন নাহার বেগম। উদ্বোধনী বক্তব্য দেন, সুখবিলাস ফিশারিজ অ্যান্ড প্ল্যানটেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ।

বিধু মুৎসুদ্দির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সুখবিলাস উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খালেদ মাহমুদ, উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।