ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আ’লীগের সমর্থনবঞ্চিত ১৮ কাউন্সিলরের মনোনয়ন ফরম জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
আ’লীগের সমর্থনবঞ্চিত ১৮ কাউন্সিলরের মনোনয়ন ফরম জমা

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থনবঞ্চিত ১৮ জন বর্তমান কাউন্সিলর বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়ন ফরম জমা দেন।

আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত হয়ে সাধারণ কাউন্সিলর পদে ১৩ জন বর্তমান কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫ জন বর্তমান কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এদের মধ্যে অনেকেই স্থানীয়ভাবে জনপ্রিয়, তবে বিতর্কিত হওয়াসহ নানা কারণে দলীয় সমর্থন বঞ্চিত হন তারা।

আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত বর্তমান কাউন্সিলর যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন: ১ নম্বর ওয়ার্ডে তৌফিক আহমেদ চৌধুরী, ২ নম্বর ওয়ার্ডে মো. সাহেদ ইকবাল বাবু, ৯ নম্বর ওয়ার্ডে মো. জহুরুল আলম জসিম, ১১ নম্বর ওয়ার্ডে মোরশেদ আক্তার চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে মো. সাবের আহমেদ, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল ফজল কবির আহমদ, ২৫ নম্বর ওয়ার্ডে এসএস এরশাদ উল্লাহ, ২৭ নম্বর ওয়ার্ডে এইচ এম সোহেল, ২৮ নম্বর ওয়ার্ডে মো. আবদুল কাদের, ৩০ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম চৌধুরী, ৩১ নম্বর ওয়ার্ডে তারেক সোলেমান সেলিম, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৪০ নম্বর ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন।

সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত বর্তমান কাউন্সিলর যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন: সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে (৭ ও ৮ নম্বর ওয়ার্ড) জেসমিন পারভীন জেসি, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে (৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ড) আবিদা আজাদ, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে (১৬, ২০ ও ৩২ নম্বর ওয়ার্ড) আঞ্জুমান আরা বেগম, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে (১২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড) ফারহানা জাবেদ, সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ডে (২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ড) ফেরদৌসি আকবর।

সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েও মনোনয়ন ফরম সংগ্রহ করার পরেও জমা দেননি সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে (১২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের দলীয় সমর্থিত নুর আক্তার প্রমা। এছাড়া আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েও মনোনয়ন ফরম সংগ্রহ করেননি সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ড) শিউলি দে।

এছাড়া আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত হয়েও নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, এম এ নাসেরসহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী।

আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।