ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবজির দাম ঊর্ধ্বমুখি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
সবজির দাম ঊর্ধ্বমুখি ফাইল ফটো

চট্টগ্রাম: শীতকালীন সরবরাহ কমে আসায় বাজারে ঊর্ধ্বমুখি প্রায় সব ধরনের সবজির দাম। পাশাপাশি নিত্যপণ্যের দামও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নগরের রেয়াজউদ্দিন বাজার ঘুরে জানা গেছে, আলু ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, গাজর ৩০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, শিম ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬৫ টাকা, করলা ৮০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, ফুলকপি  ৩০ টাকা, লাউ ২০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, মূলা ১৫ টাকা,  শসা ২০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা, ছোট কচু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে গলদা চিংড়ি ৬০০ টাকা, ছোট চিংড়ি ৪০০-৪৫০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, রুই  ২৩০ টাকা, লইট্টা ১৩০ টাকা, কাতাল ২৫০ টাকা, ছোট রূপচাঁদা  ৫৫০ টাকা, লাল কোরাল ৬০০ টাকা, সুরমা মাছ ২৫০ টাকা, পাঙ্গাস ১৪০ টাকা, ছোট ইলিশ ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ১২০ টাকা, পাকিস্তানি ২২০ টাকা ও দেশি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা, খাসির মাংস প্রতিকেজি ৭০০-৭৫০ টাকায়।

বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা, মিশরের পেঁয়াজ ৮০ টাকা, ভারত মিয়ানমারের পেঁয়াজ ১০০ টাকা। রসুন ১৭০ টাকা, চিনি ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১২০ টাকা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।