bangla news

চসিক নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৯ মেয়র প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৭ ৬:৫৯:৪৫ পিএম
চসিক নির্বাচন

চসিক নির্বাচন

চট্টগ্রাম: চসিক নির্বাচনের শেষ দিনে ৯ মেয়র প্রার্থী, ৫৮ সংরক্ষিত কাউন্সিলর ও ২২০ সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিটি নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মেয়র পদে ৯ জন, সংরক্ষিত কাউন্সিলর ৫৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সারাদিন উৎসবমুখর পরিবেশে নিয়মশৃঙ্খলা মেনেই প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১ মার্চ মনোনয়ন ফরম যাচাই বাছাই করা হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে।

বিএনপির দাবি টানা বন্ধে ভোটার উপস্থিত কম হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ভোটার উপস্থিতি নির্ভর করে নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের প্রচার-প্রচারণার ওপর।

এবার ১১ জন মেয়র পদে, ৭৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৪৪১ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএম/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-27 18:59:45