ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সব প্রতিপক্ষকে সমান চোখে দেখছেন রেজাউল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
সব প্রতিপক্ষকে সমান চোখে দেখছেন রেজাউল বক্তব্য দেন মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: খেলার মাঠে প্রতিপক্ষে ভালো খেলোয়াড় না থাকলে খেলা জমে না। তাই আমি সব প্রার্থীকে সমান চোখে দেখছি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এম রেজাউল করিম চৌধুরী বলেন, মেয়র হিসেবে নির্বাচিত হলে আমার প্রথম কাজ জলাবদ্ধতা নিরসন করা। জলাবদ্ধতা নিরসনে চলমান কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে অনেকাংশেই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে জনগণ।

তাছাড়া পূর্ববর্তী মেয়রের অসম্পন্ন কাজ সম্পন্ন করবো।

বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করছে-এ ব্যাপারে তিনি বলেন, বিএনপি শুধু অভিযোগ আর সমালোচনা করে। সরকারের ভালো কাজগুলো নিয়ে তার কিছু বলতে পারে না।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।