ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হত্যা মামলায় কাউন্সিলর তৌফিকের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
হত্যা মামলায় কাউন্সিলর তৌফিকের জামিন জামিন পেলেন কাউন্সিলর তৌফিক আহমেদ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নুরে এলাহী হত্যা মামলায় ৫০০ টাকার বন্ডে জামিন পেয়েছেন চসিক ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমেদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আসামি কাউন্সিলর তৌফিক আহমদের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে এসব তথ্য জানান।

২০১৬ সালের ৫ মে রাত ৯টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে গুলিতে নিহত হন স্থানীয় যুবলীগ কর্মী নুরে এলাহী। এ ঘটনায় তার মা আনোয়ারা বেগম বাদি হয়ে হাটহাজারী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

হাটহাজারী থানা পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৮ সালের জুলাই মাসে তদন্ত করে কাউন্সিলর তৌফিককে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেয়। বাদি নারাজি আবেদন করলে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।  

চলতি মাসের শুরুতে তদন্ত শেষে সিআইডি চট্টগ্রামের পরিদর্শক মুহাম্মদ শরীফ আদালতে কাউন্সিলর তৌফিককে আসামি করে চার পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল আফছারের নির্বাচনী প্রচারণার শেষ দিনে সরকারহাট বাজারে নির্বাচনী কার্যালয়ের সামনে নুরে এলাহীর গায়ে গুলি লাগে। ওইদিন রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরে এলাহী মারা যান।

অভিযোগপত্রে ঘটনার প্রত্যক্ষদর্শীসহ ৪৮ জনকে সাক্ষী রাখা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।