ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জমি নিয়ে বিরোধ, জীবন হারালেন অরুণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
জমি নিয়ে বিরোধ, জীবন হারালেন অরুণ

চট্টগ্রাম: যে জমি রক্ষার জন্য এতদিন বেঁচেছিলেন, সেই জমির জন্যই জীবন দিতে হলো তাকে। জমি নিয়ে বিরোধের জেরে অরুণ শীল নামে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হালিশহরের আচার্য্য পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত অরুণ শীলের জামাতা পলাশ শীল বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাধন শীলের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো তাদের।

এ নিয়ে সাধন শীলের পরিবারের বিরুদ্ধে একাধিক মামলাও করেন তারা। বুধবার সকালে অরুণ শীল বাসা থেকে বের হলে ক্ষিপ্ত হয়ে তাকে রড দিয়ে আঘাত করা হয় ।
এতে তিনি গুরুতর আহত হন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আসে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, বিরোধের জেরে হালিশহর আচার্য্য পাড়ায় আহত একজনকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।