ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে স্টেশনে ডা. শাহাদাতের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
রেলওয়ে স্টেশনে ডা. শাহাদাতের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল

চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আয়োজিত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ট্রেনযোগে পৌঁছার কথা ডা. শাহাদাতের।

নগর বিএনপির এই সভাপতি মেয়র প্রার্থী হওয়ায় সংবর্ধনার আয়োজন করে বিএনপি।

কিন্তু মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানটি ওই জায়গায় না করার জন্য আহ্বান জানানো হয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে রেলওয়ে স্টেশনে সংবর্ধনা দেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু বিএনপি পায় না।

পুলিশ রাতে ফোন করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অনুষ্ঠানটি বাতিল করার জন্য অনুরোধ করেছে। তাই আমরা ওই জায়গায় অনুষ্ঠানটি করতে পারছি না। তবে দলীয় কার্যালয়ে ডা. শাহাদাতকে সংবর্ধনা দেওয়া হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটি এসবি) মো. আবদুল ওয়ারিশ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেলে বিএনপির পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে রেল স্টেশনে সংবর্ধনা সভা আয়োজনের ব্যাপারে জানিয়ে অনুমতি চাওয়া হয়। তবে দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তাজনিত কারণে তাদের অনুমতি দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
জেইউ/এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।