bangla news

রেললাইনের পাশে অবৈধ ব্যবসা-প্রতিষ্ঠান সরানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৩ ৭:৩৮:০৭ পিএম
...

...

চট্টগ্রাম: রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সরানোর নির্দেশ দিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রেলওয়ে স্টেশন থেকে সল্টগোলা ক্রসিং এবং সিজিপিওয়াই ইয়ার্ড পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

মোটর ট্রলি করে পরিদর্শনের সময় ডিইও মাহবুবুল করিম, আরএনবি কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও মো. ওমর ফারুক, ডিএন-৩ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সরানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দোকান মালিকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে শিগগিরই এসব ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নেন। কারণ রেললাইন ঘেঁষা এসব প্রতিষ্ঠানের কারণে নানা দুর্ঘটনা ঘটছে। আমরা চাই রেলওয়েকে জনকল্যাণ বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে। 

বাংলাদেশ সময়:১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
জেইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম রেলপথ মন্ত্রণালয়
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-23 19:38:07