ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেয়র নাছিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, ফেব্রুয়ারি ২৪, ২০২০
মেয়র নাছিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত

চট্টগ্রাম: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মেয়রে দফতরে সাক্ষাৎকালে মেয়র রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ ও রাশিয়ার চিরকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় উপস্থাপন করেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী কর্ণফুলী নদীতে পুঁতে রাখা মাইন অপসারণ কার্যক্রম পরিচালনায় রাশিয়ার সহযোগিতাকে বিশ্ব মানবতার অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

এ সময় রাশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী মিস আলা ইগনাতভ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল আশিক ইমরান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

লালদীঘিতে রেডকিন স্মৃতিসৌধে মেয়র আ জ ম নাছির উদ্দীন, রাশিয়ার রাষ্ট্রদূতসহ অতিথিরালালদীঘিতে রেডকিন স্মৃতিসৌধ

নগরের লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত হচ্ছে ইউরিস রেডকিন স্মৃতিসৌধ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্মৃতিসৌধটি পরিদর্শন করে রেডিকিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত।

এ সময় রাশিয়ান রাষ্ট্রদূতের স্ত্রী, অনারারি কনসুল স্থপতি আশিক ইমরান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সোভিয়েত ইউনিয়ন দেশের প্রধান সমুদ্রবন্দর সচল করতে মাইন অপসারণের দায়িত্ব গ্রহণ করে। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর মাইন উদ্ধারের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজটি করতে যান রেডকিন। মাইন বিস্ফোরণে প্রাণ হারান বীর ইউরিস রেডকিন।

এই ইউরিস রেডকিনকে চিরস্মরণীয় রাখার নিমিত্তে লালদীঘিতে রেডকিন স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে বলে সিটি মেয়র রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২৩, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।