ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়োটেকনোলজি হ্যাকাথন প্রতিযোগিতায় দেশসেরা চবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
বায়োটেকনোলজি হ্যাকাথন প্রতিযোগিতায় দেশসেরা চবি ন্যাশনাল ইয়াং বায়োটেকনোলজিস্ট কংগ্রেসে অতিথিরা।

চট্টগ্রাম: নেটওয়ার্ক অফ ইয়াং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে ৫ম ন্যাশনাল ইয়াং বায়োটেকনোলজিস্ট কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী মিলানায়তনে এ কনগ্রেস অনুষ্ঠিত হয়।

এবারের কংগ্রেসে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার। কংগ্রেসে অনুষ্ঠিত প্রথম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি হ্যাকাথন প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের দল ‘সুপারবাগ-২.২’।

চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া হাফিজ, আঞ্জেসু পাল এবং সিলভিয়া নাজনিন ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে হ্যাকাথন প্রতিযোগিতায় দেশসেরা হন।

হ্যাকাথন প্রতিযোগিতা ছাড়াও ল্যাবরেটরিতে তোলা ছবি নিয়ে অনুষ্ঠিত প্রথম জাতীয় বায়োটেকনোলজি ফটোগ্রাফি কন্টেস্টে চ্যাম্পিয়ন হন চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী তৌসিফ রেজা।

গবেষণা প্রবন্ধ উপস্থাপন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আফরিন সুলতানা চৌধুরী। বায়োইনফরমেটিক্স অ্যান্ড মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি ক্যাটেগরিতে সেরা গবেষণা উপস্থাপক নির্বাচিত হন আফরোজা আকতার তন্বী।

আইডিয়াভিত্তিক পোস্টার উপস্থাপনে রানার আপ হন আঞ্জেসু পাল, সাজিয়া আফরিন এবং অনন্যা দে। বায়োটেকনোলজি থিসিস উপস্থাপন প্রতিযোগিতায় রানার আপ হন তৌসিফ রেজা।

৫ম ন্যাশনাল ইয়াং বায়োটেকনোলজিস্ট কংগ্রেসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ।

পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন নাইটহুড উপাধিপ্রাপ্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ওয়াল্টার বডমার, বাংলাদেশ অ্যাকাডেমি অফ সায়েন্সের সভাপতি ড. এ কে আজাদ চৌধুরী, জাতীয় ডি এন এ ফরেনসিক ল্যাবের পরিচালক অধ্যাপক শরীফ আক্তারুজ্জামান এবং বঙ্গবন্ধু বায়োটেকনোলজি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. তফাজ্জল হোসেন।

দেশের ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৪৪জন প্রতিযোগী এবারের ন্যাশনাল ইয়াং বায়োটেকনোলজিস্ট কংগ্রেসে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।