ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সমন্বিত ভর্তি পরীক্ষা: পর্যবেক্ষণের সিদ্ধান্ত চবি'র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
সমন্বিত ভর্তি পরীক্ষা: পর্যবেক্ষণের সিদ্ধান্ত চবি'র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২০২০-২১ শিক্ষাবর্ষে ইউজিসি'র তত্ত্বাবধানে অনুষ্ঠেয় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৩৮তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নূর আহমদ।

কে এম নূর আহমদ বাংলানিউজকে বলেন, এ বছর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়েছে একাডেমিক কাউন্সিলের সভায়।

সমন্বিত ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় পর্যালোচনা শেষে আগামী বছর ইউজিসিকে সিদ্ধান্ত জানাবে চবি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।