ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক মেয়র পদে বিএনপির টিকিটে লড়তে চান ডা. লুসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
চসিক মেয়র পদে বিএনপির টিকিটে লড়তে চান ডা. লুসি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন ডা. লুসি খান

চট্টগ্রাম: সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে চান নগর বিএনপি মহিলা বিষয়ক সহ-সম্পাদক ডা. লুসি খান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন তিনি।

লুসি খান প্রয়াত বিএনপি নেতা ও পরিকল্পনা মন্ত্রী ড. জহির উদ্দিন খান এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের আত্মীয়।

নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত মেয়র প্রার্থী হতে ৬ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে একমাত্র নারী হিসেবে লুসি খানও রয়েছেন।

৬৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফরম বিতরণের প্রথম দিনে ৬০ জন পুরুষ ও ৬ জন নারী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপির কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আবুল হাশেম বক্বর বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ফরম নেওয়া যাবে। প্রথম দিনে ৬০ জন পুরুষ ও ৬ জন নারী কাউন্সিলর প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।