ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভবন ঝুঁকিপূর্ণ: গ্যাস বিচ্ছিন্ন ১২৮ পরিবারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ভবন ঝুঁকিপূর্ণ: গ্যাস বিচ্ছিন্ন ১২৮ পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান।

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ সরকারি সিঅ্যান্ডবি কলোনির ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত ১২৮টি পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণপূর্ত বিভাগের মালিকানাধীন এসব ঝুঁকিপূর্ণ ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

সম্প্রতি গণপূর্ত বিভাগ সিঅ্যান্ডবি কলোনির ৮টি বহুতল ভবনকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে বসবাসের অযোগ্য হিসেবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে। এরই প্রেক্ষিতে সরকারি আবাসন পরিদপ্তর এসব ভবনের ১২৮টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে।

তবে বরাদ্দ বাতিল করা হলেও এসব ফ্ল্যাটে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছিলেন অনেকে। কেউ কেউ চলে গেলেও খালি ফ্ল্যাটে বহিরাগতরা ভাড়ায় থাকতেন।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে জানান, ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছিলেন ১২৮টি পরিবার। যেকোনা সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিলো। তাই অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থপক মো. আবদুল কাদির ও মো. আবুল কালাম আজাদ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।