ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিনহাজের নিথর দেহটি উদ্ধার করলেন ডুবুরিরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২২, ফেব্রুয়ারি ২০, ২০২০
মিনহাজের নিথর দেহটি উদ্ধার করলেন ডুবুরিরা শিশু মিনহাজের নিথর দেহটি উদ্ধারের পর শোকের ছায়া নেমে আসে। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাঁশখালী থেকে কুতুবদিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১২ বছরের শিশু মিনহাজের নিথর মরদেহটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ডুবুরি ইউনিটের সদস্য নাজিম উদ্দিন। এ সময় খালের দুইপাড়ে অপেক্ষমাণ নারী-পুরুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বাঁশখালী উপজেলার কাথারিয়া চুনতি বাজার এলাকায় কুতুবদিয়া দরবার শরিফের ওরসে যাওয়ার সময় একটি অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযান উল্টে যায়। এ সময় দুইজন ছাড়া অন্য যাত্রীরা সাঁতরে কূলে উঠতে পারলেও বাঁশখালীর দক্ষিণ বাগমারা এলাকার মৃত রৌশনুজ্জামানের ছেলে ওমান প্রবাসী মো. আক্কাছ ও বাঁশখালীর আইদ্দারখীল এলাকার আমান উল্লাহর ছেলে স্কুলছাত্র মো. মিনহাজ নিখোঁজ ছিলো।

একপর্যায়ে স্থানীয় লোকজন আক্কাসের মরদেহ খুঁজে পান। কিন্তু শিশু মিনহাজ নিখোঁজ রয়ে যায়। এরপর খবর দেওয়া হয় আগ্রাবাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।

ডুবুরি ইউনিটের সদস্য ফায়ারম্যান নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ডুবুরি দলের ইন্সপেক্টর মাহবুব এলাহির নেতৃত্বে ৪ সদস্যের ডুবুরি ইউনিট বেলা ১টা ১০ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছি। বেলা দেড়টার দিকে মিনহাজের নিথর দেহটি উদ্ধার করতে সক্ষম হই।

উদ্ধারের পর মরদেহটি বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নাজিম উদ্দিন।    

>> বাঁশখালীতে ২টি ট্রলার ডুবে নিহত ৪  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।