bangla news

মেয়র নাছিরের মা ম্যাক্স হাসপাতালের সিসিইউতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৯ ৬:০৮:০৭ পিএম
ম্যাক্স হাসপাতালের সিসিইউতে ভর্তি মেয়র নাছিরের মা।

ম্যাক্স হাসপাতালের সিসিইউতে ভর্তি মেয়র নাছিরের মা।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম গুরুতর অসুস্থ হয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মেয়র আ জ ম নাছির উদ্দীন মায়ের সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন।

মেয়রের পিএস রায়হান ইউসুফ বাংলানিউজকে বলেন, দ্বিতীয়বারের মতো মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মেয়র মহোদয়ের মাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সম্প্রতি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম আজ ট্রেনযোগে চট্টগ্রামে আসেন। তাকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে মেয়র নাছির যাওয়ার কথা থাকলেও অসুস্থ মায়ের পাশে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানান রায়হান ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
জেইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-02-19 18:08:07