ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টাকা পরিশোধ না করলে গ্যাস সংযোগ দেবে না কেজিডিসিএল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
টাকা পরিশোধ না করলে গ্যাস সংযোগ দেবে না কেজিডিসিএল লাকড়ির চুলা বানিয়ে চলছে রান্না। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ না করলে গ্যাস সংযোগ দেবে না বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রায় চার বছরের বিল বকেয়া থাকায় আন্দরকিল্লায় অবস্থিত জেনারেল হাসপাতালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আকস্মিক গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করায় হাসপাতালে ভর্তি থাকা ১৮০ জন রোগীর খাবার সরবরাহ নিয়ে বিপাকে পড়েন সংশ্লিষ্টরা।

২৫০ শয্যার হাসপাতালটিতে রোগীদের দুইবেলা খাবার সরবরাহ করা হচ্ছে লাকড়ির চুলা বানিয়ে রান্না করে।

কেজিডিসিএলের জোন পরিচালক জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আবেদন করেনি।

আবেদন করার পর বকেয়া বিল পরিশোধ করলে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।