ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক নির্বাচন

কাউন্সিলর পদে আ’লীগ সমর্থিতদের তালিকা আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
কাউন্সিলর পদে আ’লীগ সমর্থিতদের তালিকা আজ লোগো

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে ফরম সংগ্রহ করেছেন মোট ৪০৬ জন। বর্তমান, সাবেক কাউন্সিলরসহ ফরম সংগ্রহ করেছেন নবীন প্রার্থীরাও। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক নেতারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘোষণা দেওয়া হতে পারে আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থীদের নাম। পুরোনো অনেকে বাদ পড়তে পারেন, যুক্ত হবেন নতুন মুখ।

সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন প্রত্যাশীরা তদবিরের পাশাপাশি রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণের নানা চিত্র তুলে ধরে নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

তবে তদবির, চেষ্টা যা-ই থাকুক চসিক নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে বেছে নেওয়া হবে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে, যাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ অন্য কোনো অভিযোগ নেই।

এমনটা জানিয়েছে আওয়ামী লীগ দলীয় সূত্র।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বাংলানিউজকে বলেন, বুধবার বিকেলে চসিক নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে বেছে নেওয়া হবে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

বর্তমান কাউন্সিলরদের মধ্য থেকে বাদ পড়তে পারেন- তৌফিক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ, মোবারক আলী, জহুরুল আলম জসিম, মো. হোসেন হিরণ, সাবের হোসেন সওদাগর, আবুল ফজল কবির আহমেদ মানিক, গোলাম মোহাম্মদ জোবায়ের, এসএম এরশাদ উল্লাহ, এইচ এম সোহেল, আব্দুল কাদের, নুরুল হক, জিয়াউল হক সুমন, সৈয়দা কাশপিয়া নাহরিন, ফেরদৌসি আকবরসহ বেশ কয়েকজন।

কাউন্সিলর সাইফুদ্দিন খালেদের বিরুদ্ধে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নামফলক সরিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

নতুন মুখ হিসেবে যুক্ত হতে পারেন- সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন, আজিজুর রহমান, ইয়াছির আরাফাত, মো. কফিল উদ্দিন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নিসহ বেশ কয়েকজন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত বাংলানিউজকে বলেন, মানুষের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করে কাজ করতে চাই। দলের সমর্থন পেতে ফরম সংগ্রহ করেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।

১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ২০০০ সাল থেকে তিনবার কাউন্সিলর ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফেরদৌস বেগম মুন্নি। তিনি বাংলানিউজকে বলেন, দলের জন্য যেমন কাজ করেছি, তেমনি এলাকার মানুষের জন্যও কাজ করেছি। এলাকার মানুষের পাশে থাকতে নির্বাচনে দলের সমর্থন চেয়েছি। বাকিটা দল বিবেচনা করবে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।