ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চসিক নির্বাচনের ফরম সংগ্রহ করলেন ১৪ কাউন্সিলর প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, ফেব্রুয়ারি ১৯, ২০২০
চসিক নির্বাচনের ফরম সংগ্রহ করলেন ১৪ কাউন্সিলর প্রার্থী

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন কাউন্সিলর প্রার্থী। তবে এখনও কোন মেয়র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম। তিনি বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত ১০টি ওয়ার্ডের ১৪ জন কাউন্সিলর তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ২ জন, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ১ জন, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ২ জন, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে ১ জন, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ২ জন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে ১ জন, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে ১ জন, ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে ১জন, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে ১জন, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ২ জন আগ্রহী কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এবারের চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ।

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০

এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।