ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহাদাত-বক্কর-নিয়াজ মেয়র পদের টিকিট চায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
শাহাদাত-বক্কর-নিয়াজ মেয়র পদের টিকিট চায় চসিক মেয়র পদে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন তিনজন

চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র নিলেন তিন সম্ভাব্য প্রার্থী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

 

ডা. শাহাদাতের ব্যক্তিগত সহকারী (পিএস) মারুফ-উল হক চৌধুরী মারুফ ও আবুল হাশেম বক্করের পিএস শহীদ ইকবাল বাংলানিউজকে জানান, তারা দু’জনই বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন।

নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে নগর বিএনপির সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। তবে মেয়র পদে এখনো ঘোষণা করেনি বিএনপি প্রার্থীর নাম। তাই প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলটির একাধিক নেতা। নেতা-কর্মীদের ধারণা ত্যাগী, পরিচ্ছন্ন কাউকে এবার মনোনয়ন দেবে দলটি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।