bangla news

দাওয়াতে খায়ের ইজতিমা সীতাকুণ্ড জোনের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৮ ৪:৪৬:১৬ পিএম
বক্তব্য দেন সাবেক মেয়র এম মনজুর আলম

বক্তব্য দেন সাবেক মেয়র এম মনজুর আলম

চট্টগ্রাম: দাওয়াতে খায়ের ইজতেমা সীতাকুণ্ড জোনের প্রস্তুতি সভা উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বাড়বকুণ্ড হাইস্কুল মাঠে আগামী ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী দাওয়াতে খায়ের ইজতিমা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উপদেষ্টা এম মনজুর আলম।

তিনি ধর্মপ্রাণ মুসলমানকে দলে দলে অংশগ্রহণ করে ইজতেমা সফল করার আহ্বান জানান।

সভায় ইসলামের প্রথম থলিফা হজরত আবু বকর (র.) ওফাত দিবস পালনের বিষয়েও আলোচনা করা হয়।

সভাপতিত্ব করেন  গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ।

গাউছিয়া কমিটি সীতাকুণ্ড থানার সেক্রেটারি মাওলানা আলী সিদ্দিকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক, গাউছিয়া কমিটি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ, আনোয়ারুল হক, সদস্যসচিব শাহাজাত ইবনে দিদার, যুগ্ম সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনা কমিটির সদস্য নিজামুল আলম রাজু, আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ওরস বাস্তবায়ন উপ কমিটির সচিব সাদেক হোসেন পাপ্পু, গাউছিয়া কমিটি সীতাকুণ্ড থানার সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সহ সভাপতি মোবারক হোসেন সওদাগর, সহ সেক্রেটারি মাওলানা মুজিব উদ্দিন, সাংগঠনিক সচিব মনজুর এলাহী, অর্থ সম্পাদক রফিক উদ্দিন, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ বাদশা আলম, মোস্তফা-হাকিম কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, গাউছিয়া কমিটি পাহাড়তলী থানার সভাপতি মো. নুরুল হুদা, সেক্রেটারি মুসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জমিস উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহাজাহান প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল মান্নান ও ইজতেমার সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা ইউনুছ রজবী।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৮, ২০২০
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-02-18 16:46:16