ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইভিএমে হলেও সুষ্ঠু, উৎসবমুখর ভোট চান জাপা প্রার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ইভিএমে হলেও সুষ্ঠু, উৎসবমুখর ভোট চান জাপা প্রার্থী চসিক মেয়র পদে জাপার প্রার্থী সোলায়মান আলম শেঠ

চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে হলেও অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে ভোট চান জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মেয়র প্রার্থী হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলানিউজকে একথা বলেন।  

সোলায়মান আলম শেঠ বলেন, মেয়র পদে এটি হবে আমার তৃতীয় নির্বাচন।

খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচন করেছি দু’বার। জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো।
মানুষ পরিবর্তন চায়। তারা সুষ্ঠু নির্বাচন চায়। আশাকরি, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন যা যা করা দরকার সবই করবে।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমে হোক আর গোপন ব্যালটেই হোক নির্বাচন কমিশনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটের মাধ্যম যা-ই হোক জনমত প্রতিফলিত হতে হবে ফলাফলে।   

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পার্টির বনানী কেন্দ্রীয় কার্যালয়ে মেয়র পদে প্রার্থী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

প্রার্থী যাচাই-বাছাই শেষে চসিক নির্বাচনে মেয়র পদে সোলায়মান আলম শেঠকে চূড়ান্তভাবে প্রার্থী মনোনিত করা হয়।

দলের চেয়ারম্যান জিএম কাদের এসময় চট্টগ্রামের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে পার্টির প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের বিজয় নিশ্চিত করবে।

সোলায়মান আলম শেঠ বলেন, ‘অন্যান্য অঞ্চলের চেয়ে চট্টগ্রামে জাতীয় পার্টি অনেক বেশি সুসংগঠিত। চট্টগ্রামের সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, যদি কেন্দ্র দখল না করে, প্রশাসন যদি নিরপেক্ষ হয়ে সুষ্ঠু ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করে, তবে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত। ’

আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী  এম রেজাউল করিম চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।