bangla news

নাছির আসেনি?

​সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৮ ১০:৪২:৩৯ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরী

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম: ‘নাছির আসেনি? সে কোথায়?’ আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে এ প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেজাউল করিম চৌধুরীর সঙ্গে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এমএ লতিফ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

জানতে চাইলে মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের কাছে জানতে চান-নাছির আসেনি? সে কোথায়?

এ সময় শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘নাছির আংকেল আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন আপনি না থাকাতে ফিরে যান। নাছির আংকেলের সঙ্গে কথা হয়েছে, তিনি আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে একসঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী চট্টগ্রামের নেতাদের ঐক্যবদ্ধ থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে নির্দেশ দেন।   

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৮, ২০২০
এআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-18 10:42:39