ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ডিন নির্বাচনে বিজয়ী হলুদ দলের ৪, বিদ্রোহী ৪

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
চবির ডিন নির্বাচনে বিজয়ী হলুদ দলের ৪, বিদ্রোহী ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আট অনুষদের ডিন নির্বাচনে হলুদ দল মনোনীত চার প্রার্থী ও হলুদ দলের চার বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১০ ও ১৩ ফেব্রুয়ারি অগ্রিম ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে বিজয়ী যারা

কলা ও মানববিদ্যা অনুষদে হলুদ দল মনোনীত প্রার্থী বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞান অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ব্যবসায় প্রশাসন অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক এসএম সালামত উল্ল্যাহ ভূঁইয়া ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

সমাজবিজ্ঞান অনুষদে হলুদ দল মনোনীত প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আইন অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

জীববিজ্ঞান অনুষদে হলুদ দল মনোনীত ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ইঞ্জিনিয়ারিং অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদ মোস্তফা ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে হলুদ দল থেকে ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. হাসান মিয়া বাংলানিউজকে বলেন, আনুষ্ঠানিক ফলাফল আজকের মধ্যেই ঘোষণা করা হবে। তবে আমরা প্রাথমিকভাবে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেছি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।