ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে ৬ লাখ টাকার সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
বিমানবন্দরে ৬ লাখ টাকার সিগারেট জব্দ বিমানবন্দরে জব্দকৃত সিগারেট।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা। এ হিসাবে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ টাকা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় সিগারেটের চালানটি আটক করে এনএসআই টিম।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

জব্দ করা সিগারেটের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিগারেট, স্বর্ণ চোরাচালান, পাচার, রাজস্ব ফাঁকি বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।