ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়’ বইয়ের মোড়ক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়’ বইয়ের মোড়ক উন্মোচন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: নগরের জিমনেসিয়ামে একুশে বইমেলায় কবি-সাংবাদিক শুকলাল দাশের ‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়’ কিশোর কবিতার বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, কবি শুকলাল দাশ, মুক্তিযোদ্ধা লেখক আবু সাঈদ সরদার, বিশিষ্ট ছড়াকার আ.ফ.ম. মোদাচ্ছের আলী, বইমেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, বইমেলার যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু , সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, চসিকের সচিব আবু শাহেদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ প্রমুখ।

জাতিকে বিদেশিদের কাছে খাটো না করতে বিএনপিকে অনুরোধ
>বঙ্গবন্ধুকে নিবেদিত চট্টগ্রামের একুশে বইমেলা শুরু

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।