ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুজিব বর্ষে শাটল ট্রেন রাঙানো হবে মুজিবের ছবিতে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
মুজিব বর্ষে শাটল ট্রেন রাঙানো হবে মুজিবের ছবিতে শাটল ট্রেনের ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমানের অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বঙ্গবন্ধুর শৈশব থেকে সংগ্রামী জীবনের বিভিন্ন চিত্র অংকন করা হবে।

চবির প্রাণিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত 'জীববিজ্ঞান পড়ার গুরুত্ব ও প্রাণীবিজ্ঞানীদের কর্মপরিধি' বিষয়ক এক সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এসব কথা বলেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে 'চিটাগাং ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব জু’লজি' (সিইউএএজেড) এ সেমিনারের আয়োজন করে।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বঙ্গবন্ধুর নামে অংকিত এসব চিত্র শাটল ট্রেনকে সৌন্দর্যমন্ডিত করবে। পাশাপাশি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পারবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহাবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন 'জুলফিকার বাংলাদেশ'র চিফ এক্সিকিউটিভ অফিসার সেলিম সোলাইমান ও 'এসিআই'র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হেড সুবীর চৌধুরী।

সেমিনারে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীসহ চট্টগ্রামের বিভিন্ন কলেজের প্রায় চারশ শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।