ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধভাবে বালু উত্তোলন, হালদায় ড্রেজার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
অবৈধভাবে বালু উত্তোলন, হালদায় ড্রেজার জব্দ অবৈধভাবে বালু উত্তোলন, হালদায় ড্রেজার জব্দ।

চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় বালু উত্তোলনের সময় ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারীর ইন্দিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত এসব সামগ্রী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

ইউএনও মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, হালদায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

তিনি জানান, গত কয়েক মাসে হালদায় অভিযান চালিয়ে ৭টি ড্রেজার এবং ১২টি বালু উত্তোলন কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। হালদা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।