ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিস্ফোরণে ৩ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
চট্টগ্রামে বিস্ফোরণে ৩ জন দগ্ধ বিস্ফোরণে ৩ জন দগ্ধ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ মোগলটুলি এলাকার আর.বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সদরঘাট থানাধীন কমার্স কলেজ রোডের কাটা বট গাছ এলাকার মৃত আমির হোসেন ভুইয়ার ছেলে শাহাদাত ভূঁইয়া (৫৫), চৌমুহনীর মতিয়ার পুল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মিজান (৩৮) এবং কাটা বটগাছ এলাকার জমির উদ্দিন লেনের মৃত আব্দুল হাইয়ের ছেলে গোলাম মাওলা (৫০)।

বিস্ফোরণে দগ্ধদের ঢাকায় প্রেরণ।  ছবি: উজ্জ্বল ধরআগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

 সিলিন্ডারের সঙ্গে থাকা পাইপ সেখানে পাওয়া গেলেও কোনো সিলিন্ডার পাওয়া যায়নি। তাদের আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধ শাহাদাত ভূঁইয়ার চাচাতো ভাই ফারুক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে দগ্ধদের ঢাকায় প্রেরণ।  ছবি: উজ্জ্বল ধরচমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে গোলাম মাওলার অবস্থা আশংকাজনক। অন্য দুজনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের  ঢাকায় পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।