ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে যুবক খুনের ঘটনায় ৩ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, ফেব্রুয়ারি ১০, ২০২০
মীরসরাইয়ে যুবক খুনের ঘটনায় ৩ জন আটক

চট্টগ্রাম: মীরসরাইয়ে ছুরিকাঘাতে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম।

আটককৃতরা হলেন- হৃদয় (২১), রিপন (২৫), হাসান (২৩)।

উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাকিব হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার আসামির মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এছাড়া আরেক আসামিকে আটকের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরবাজারে রাকিব নামে এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।