ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফুটবলের উন্নয়নে ব্যর্থ বাফুফে: রুহুল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৩, ফেব্রুয়ারি ৯, ২০২০
ফুটবলের উন্নয়নে ব্যর্থ বাফুফে: রুহুল আমিন ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটি ১২ বছর ধরে দায়িত্ব পালন করলেও ফুটবলের উন্নয়নে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন তরফদার।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরের রেডিসন ব্লুতে সংগঠনটির ৬ষ্ঠ কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল আমিন তরফদার বলেন, সম্প্রতি এস এ গেইমসে নেপাল ও ভুটানের কাছে হারের লজ্জা পেতে হয়েছে জাতীয় দলকে।

সেই সঙ্গে বঙ্গবন্ধুর নামে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তাও ছিল অগোছালো। মানহীন এই টুর্নামেন্ট দেশে কিংবা বিদেশে কোনো উদ্দীপনা তৈরি করতে পারেনি।

ছবি: উজ্জ্বল ধরসামনের বাফুফে নির্বাচনে একটি কার্যকরি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নিয়ে ফুটবলের উন্নয়নে কাজ করতে চান বলেও জানান তিনি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি সিরাজুদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।