ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শিবির ক্যাডার সরোয়ার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, ফেব্রুয়ারি ৮, ২০২০
শিবির ক্যাডার সরোয়ার গ্রেফতার

চট্টগ্রাম: শিবির ক্যাডার সরোয়ার প্রকাশ বাবলা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কাতার থেকে বিমানবন্দর এসে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করে পুলিশ।

সে বায়েজিদ বোস্তামী এলাকার খোন্দকার পাড়ার আবদুল কাদেরের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে জানান, ঢাকা বিমানবন্দরে সরোয়ারকে আটক করার খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর চট্টগ্রামে নিয়ে আসা হবে।

পুলিশ জানায়, ২০১১ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে অস্ত্রসহ সরোয়ার ও ম্যাক্সনকে গ্রেফতার করেছিল বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী সরোয়ার ও ম্যাক্সনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। ভারতের কারাগারে বন্দি থাকার পর ২০১৭ সালের ৩১ আগস্ট মুক্তি পেয়ে সরোয়ার ও ম্যাক্সন কাতার চলে যান। সেখানে মারামারির ঘটনায় তারা কাতার পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।