ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১২ হাজার ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, ফেব্রুয়ারি ৮, ২০২০
১২ হাজার ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক।

চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতিতে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার পিস ইয়াবা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ অভিযান চালায় লোহাগাড়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন- কক্সবাজারের ঈদগাহ ভিলিজার পাড়ার মৃত নাজির হোসেনের পুত্র শামশুল আলম (৪৫), ঈদগাহ জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০) ও একই এলাকার রফিক প্রকাশ বোবা রফিকের স্ত্রী ছালেহা বেগম (৩০)।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম অভিমুখী হাইয়েস গাড়িতে তল্লাশি চালানো হয়।

এসময় ১২হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।